Smart Job Update

IBPS, SSC, Railway, Bank সহ সর্বশেষ সরকারি চাকরি, যোগ্যতা, আবেদন ও গুরুত্বপূর্ণ আপডেট বাংলায়।

Breaking

💬 আমাদের Telegram গ্রুপে যুক্ত হন

🔗 Join Telegram

📘 আমাদের Facebook পেজ Follow করুন

👍 Follow on Facebook

🎥 আমাদের YouTube চ্যানেলে যুক্ত হন

👉 Subscribe Now

সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩

প্রথম প্রতিশ্রুতি প্রশ্ন উত্তর- আশাপূর্ণা দেবী - UGC NET বাংলা সিলেবাস Part 3

 নমস্কার বন্ধুরা, পরীক্ষার মাত্র তিন মাস বাকি। তাই সবরকম কাজ ছেড়ে পড়াতে মন বসাতে হবে।আজ আমি তোমাদের সাথে আলোচনা করবো বাংলা UGC NET SET Syllabus এর Unit 4 অধ্যায়ের আশাপূর্ণা দেবীর প্রথম প্রতিশ্রুতি প্রশ্ন উত্তর আলোচনা পর্ব Part 3 । 

প্রথম প্রতিশ্রুতি উপন্যাস


প্রথম প্রতিশ্রুতি প্রশ্ন উত্তর - আশাপূর্ণা দেবী - UGC NET বাংলা সিলেবাস 

প্রথম প্রতিশ্রুতি উপন্যাসের প্রশ্ন উত্তর :

  • প্রথম প্রতিশ্রুতি রমকালী চরিত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ।
  • রামকালী বাড়ি থেকে পালিয়ে যান মুকসুদাবাদ
  •  সত্যবতীর শ্বশুর বাড়ি যাওয়ার তারিখ ঠিক করে পাঠানো হয় তেসরা আশ্বিন
  • পুন্নির শ্বশুর বাড়ি শ্রীরামপুরে
  • ছেলের বিয়ে উপলক্ষে সত্যর তার ঠাকুমার অনন্ত চতুর্দশী ব্রতের ঘটার কথা মনে পড়ে।
  • সরল ঘোড়ায় টানা ট্রাম গাড়ির গল্প বলেছে।
  • বিয়ের ভোজের সুপরি কাটবার দায়িত্ব ভাবিনীর
  • সলতে পাকাবে সদুর সতীন
  • কলকাতায় পাড়াপড়শিদের মধ্যে "ধুলোপায়ে ঘর বসত" ব্যবস্থাপনা দেখতে পায়।
  • সত্তর কাছে ঘুঘুর ডাক কান্নার মত লেগেছে।
  • সুবর্ণর বিয়ে হয় জ্যৈষ্ঠ মাসে
  • ক্ষান্ত ঠাকুরের ভাইজি অন্ন ।
  • মুক্তকেশীর ছেলের সাথে বিয়ে হয় সুবর্ণর।
  • হাতের হাঙর মুখো বালা গাছাটা সত্য গাড়োয়ান কে দেয়।
  • সত্য রা দেওয়া সম্পত্তি দিয়ে "ভুবনেশ্বরী বিদ্যালয়" নামে ত্রিবেণীতে মেয়েদের জন্য একটা স্কুল খুলে দেয়ার কথা বলেছে নবকুমার কে।
  • হাততলা/হাটতলা থেকে ঘোরার গাড়ি মিলবে।
  • সত্য কাশী যাওয়ায় সিদ্ধান্ত করে গৃহত্যাগ করে।
  • কথাসাহিত্য পত্রিকার শ্রাবণ মাস থেকে "প্রথম প্রতিশ্রুতি" ১৩৬৬ বঙ্গাব্দে ধারাবাহিকভাবে প্রকাশিত হয়।
  • সত্যবতী ,সুবর্ণলতা ও বকুল কে নিয়ে ট্রিলজি রচনার পরিকল্পনা থেকে প্রথম প্রতিশ্রুতি রচনা।
  • উপন্যাসের প্রথম প্রকাশ ফাল্গুন ১৩৭১ বঙ্গাব্দে
  • প্রচ্ছদপট ও অলংকার রমানন্দ বন্দোপাধ্যায়
  • ভিতরের প্রচ্ছদ আশুতোষ বন্দ্যোপাধ্যায়
  • লেখিকা আলোকচিত্র মোনা চৌধুরী
  • প্রথম প্রতিশ্রুতি উপন্যাসের পরবর্তী খন্ড হল সুবর্ণলতা ১৯৬৬ এবং বকুল কথা ১৯৭৩।
Teachers Day Special Gift For Teachers


প্রথম প্রতিশ্রুতি উপন্যাস এর পরিচ্ছেদ: 

  1. রাজুর মৃত্যু হয় ৬ নম্বর পরিচ্ছেদে।
  2. রঘুর মৃত্যু হয় ১৮ নম্বর পরিচ্ছেদে।
  3. রামকালীর কলকাতা গমন ৩৮ নম্বর পরিচ্ছেদে।
  4. কলকাতা গমন ৩২ নম্বর পরিচ্ছেদে।
  5. লক্ষীকান্তের মৃত্যু ৪৫ নম্বর পরিচ্ছেদে।
  6. ভুবনেশ্বরীর মৃত্যু ২৬ নম্বর পরিচ্ছেদে।
  7. সদুর চিঠি প্রসঙ্গ ৪০ নম্বর পরিচ্ছেদে।
  8. পুঁটির মৃত্যু প্রসঙ্গ ৪৫ নম্বর পরিচ্ছেদে।
  9. নেরুর আগমন ৪৪ নম্বর পরিচ্ছেদে।
  10. ইংরেজ পুলিশের আগমন ৪৬ নম্বর পরিচ্ছেদে

আশাপূর্ণা দেবীর প্রথম প্রতিশ্রুতি উপন্যাসের গুরুত্বপূর্ণ উক্তি:—

  • "সে শুধু জানে, সে কিছুই ,কেউই নয়। অতি সাধারণের একজন, একেবারে সাধারণ ।"এখানে বকুলের কথা বলা হয়েছে।
  • "রথ চলবার পথ চাই যে"– প্রথম প্রতিশ্রুতি উপন্যাসের উক্তি।
  • "আপন শক্তিতে বিশ্বাসী, আপন কেন্দ্রে অটুট অবিচল তিনি "–রামকালী সম্পর্কে বলা হয়েছে।
  • " আয় মা উমা শশী, নিরখিধ মুখশশী, দিবানিশি আছি আসার আশায়"– গানটি গেয়েছে ভিখারী বৈষ্ণব
  • " তুই দেখছি আমার সব মাটি করে দিলি, লড়াই করতে বসতো জোড়ের পরীক্ষা হয়। দান খয়রাত করতে গেলে বেবাক সবটাই তুলে দেওয়া ছাড়া গতি থাকে না"– এটি সারদার উক্তি।
  • " তোমার ললাটে যদি বিধাতা এই দন্ড লিখে থাকে তো তাই হবে"– সত্যবতীর উক্তি।
  • "আমার কপালে মরণ বাচন যা আছে হবে"– এ কথা বলেছে সত্যবতী।
  • " তুই তো অনেক নাটকের কথা কইতে শিখেছিস দেখছি "–এ কথা বলেছে সৌদামিনী।
  • "ওই মম বরের চদ্দুদোলাতে চড়ে যাব"– এ কথা বলেছে মোক্ষদা ।
  • "পাষানের বরং প্রাণ আছে ,তোমার মধ্যে নেই"–এ কথা বলেছে নবকুমার।
  • "কর্তা তুমি অন্তর্যামী"– এ কথা বলেছে ঝিন্দে ওঝা।
  • " নির্মায়িক বাপের নির্মায়িক মেয়ে "–সত্যবতী সম্পর্কে বলা হয়েছে।
  • "এ আকর্ষণ যমের র আকর্ষণের বাড়া "–কথাটি বলেছে সৌদামিনী।
  • " সাহেবদের দেশে কদাপি কেউ স্ত্রী জাতির প্রতি নির্যাতন সহ্য করে না"– একথা বলেছে ভবতোষ। "ভদ্রলোকের মেয়ে ভদ্রলোকের ঘরেই যেতে পারে"– রামকালী বক্তা।
  • "ভাই ভাত ভেজের হাত"– বক্তা নাপিত বউ।
  • " বাঘিনী হয়ে মেড়া বনে এলি "–বক্তা এলোকেশী। "বুঝতে পারছ না আমার প্রাণটাও গুড়ো গুড়ো হয়ে যাচ্ছে "–বক্তা রাসু
  • "তুমি ব্রাহ্মণ ,রাজানুগন তোমার জন্য নয়"– বক্তা ন্যায় রত্ন।
  • " নজর আছে বটে"–বক্তা নাপিত বউ।
  • " কিন্তু তা হওয়ার নয়, অদৃশ্য নিয়তি অমোঘ নিষ্ঠুর"।– বক্তা রামকালী।
  • "নাকুর বদলে নরুন নিয়ে ফিরলি তুই"– বক্তা এলোকেশী ।
  • "যা দূর হ বামুনের ঘরের গরু "–বক্তা জয় কালী
  • " সবাই মিথ্যে , অমোঘ সত্য শুধু খড়ম " –এখানে বক্তা রামকালী।
  • "মেয়ে জাতের কলঙ্ক"– সত্যবতী সম্পর্কে বলা হয়েছে।
  • " সত্যকে স্পষ্টভাবে বলতে পারা চাই"– একথা ন্যায় রত্ন বলেছে।

Disclaimer:

আশাপূর্ণা দেবীর "প্রথম প্রতিশ্রুতি" উপন্যাসের প্রতিটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর এবং গুরুত্বপূর্ণ উক্তিগুলি আমি বিস্তারিত আলোচনা করেছি মোট তিনটি Part এ ।তোমরা যদি আগের পার্টগুলো না দেখে থাকো তাহলে লিংক দেয়া রইল ।তোমরা সেখান থেকে প্রশ্ন উত্তরগুলি দেখে নিতে পারো।

 আজ এখানেই "প্রথম প্রতিশ্রুতি "উপন্যাসের আলোচনা সমাপ্ত হল তোমাদের যদি কোন প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জিজ্ঞেস করতে পারো ।।

প্রতিটি প্রশ্ন উত্তর উক্তি এবং গুরুত্বপূর্ণ পয়েন্ট আমি নিজে থেকে উপন্যাসটি পড়ে এবং বিখ্যাত লেখকদের গ্রন্থের সাহায্য নিয়ে তৈরি করেছি। সুতরাং কেউ আমার আলোচনা কে নকল করে অন্য কোন ওয়েবসাইটে দেয়ার চেষ্টা করবে না।
 সবাই পড়াশোনায় থেকে এবং ভালো থেকো।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

If you have any questions please ask

Dilei