প্রথম প্রতিশ্রুতি উপন্যাসের প্রশ্ন উত্তর আলোচনা - UGC NET SET Bengali :
- "শরতের রোদ বিষতুল্য হয়ে উঠেছিল কার" ?—গণেশ তেলির শালীর ছেলের, জীবন স্যাকরার ভাইপোর, নেপালের ভাগ্নির।
- রঘু চাষাবাদের আখ ক্ষেত থেকে আখ চুরি করে খেয়েছিল ।
- রঘুর বিষ তুলতে ডাকা হয় ওঝাকে হাড়িপাড়া থেকে।
- রঘুর মৃত্যুর দায়ে একটি জাত সাপকে মেরে ফেলে সকলে।
- রামকালী ঝিন্দে ওঝাকে দুটো টাকা দেন, তার মজুরি ও তার সাপের দাম বাবদ।
- সত্যবতীর শ্বশুর বাড়ি ছিল বারুইপুর।
- কাঁচা দুধ খেয়ে রাসুর পেট খারাপ করেছিল।
- এলোকেশী সাতগুছির বাঁধনের কঙ্কা খোপা বাধঁতে চান সত্যবতীর চুলে।
- সদু সত্যবতীর চুলে বেড়াবিনুনি বাধে।
- সত্যবতী বাপের বাড়ি থেকে সোনার চিরুনি, সাপ কাঁটা ,বাগান ফুল ইত্যাদি মাথার গহনা পেয়েছিল।
আরও পড়ুন: আশাপূর্ণা দেবীর প্রথম প্রতিশ্রুতি উপন্যাসের প্রশ্ন উত্তর আলোচনা Part 1 - UGC NET SET syllabus Bangla
- ঘোষ গিন্নি এলোকেশীর কাছে এক জোড়া বাজুবন্ধক দিতে আসে, টাকায় এক পয়সার সুদের বদলে এলোকেশী দেড় পয়সার সুদ চায়।
- নাপিত বউ আর কাটোয়ার বউ গিয়েছিল যজ্ঞের নিমন্ত্রনে।
- নাপিত বউয়ের কাছে শঙ্করীর কাকি শঙ্করীর নামে নিন্দা করে।
- বাসন মাজুনী বাগদি বৌ বাসন মাজতে গিয়ে বাটি হারিয়ে ফেলে।
- রাসুর প্রথম বউয়ের মিষ্টির কারিগর এসেছিল নাটোর, কেস্টনগর ,মুড়োগাছা থেকে।
- বিধবাদের রাতের জল পান চাল ভাজা, তিলে নাড়ু।
- নিবারণ চৌধুরীর মায়ের গঙ্গা যাত্রার বিষয় নিয়ে রামকালী বিদ্যা রত্ন মহাশয়ের কাছে গিয়েছিলেন।
- নিবারণ চৌধুরীর মায়ের বয়স ছিল ৯৩।
- বিদ্দারত্ন মশায়ের বয়স ৮০ ছুই ছুই।
- বিদ্যা রত্ন মশায়ের বাড়ি দেবীপুরে।
- রামকালী গঙ্গাস্নান করতে যান ত্রিবেনী।
- রানার এর নাম ছিল বকুল দাস।
- দীনতারিনী রামকালীকে পাথরের ঠাকুর আখ্যা দেন।
- ভবতোষ মাস্টার ছাত্রদের জন্য সেকেন্ড বুক সংগ্রহ করতে কলকাতা যান।
- নিতাই উদ্যোগ নিয়ে ভবতোষ মাস্টারকে দিয়ে চিঠি লিখিয়ে রামকালিকে চিঠি পাঠায়।
- পুণ্যের বিয়ের সময় এলোকেশির রক্ত আমাশা হয়।
- উল্লাসী বাগদিদের সঙ্গে নীলাম্বরের অবৈধ সম্পর্ক।
- প্রথমবার সত্যবতীর কলকাতা যাওয়ার ইচ্ছা প্রকাশ– ২৩ তম পরিচ্ছেদে।
- ঘোষাল গিন্নির বিধবা মেয়ে তরু কাক মারতে গিয়ে জ্বলন্ত কাঠ ছুড়ে মারলে রামকালীর দুটো আটচালা পুড়ে যায় ।
- সত্যবতী দীনতারিনীর মৃত্যুতে সাড়ে তিন বছর পর বাপের বাড়ি আসে।
- সত্যবতীর প্যাঁচার চোখ গুনতে রাতে বটগাছ তলার খেলা ঘরে যেতো।
- ঘন্টা কয়েকের ভেদ বমিতে ভুবনেশ্বরী মারা যান।
- সত্যবতী মৃত কন্যা সন্তান প্রসব করে।
- গিরি তাঁতিনী ও রাখা সত্যবতীর গর্ভবতীর হওয়ার খবর নিয়ে এলোকেশীর কাছে যায়।
- বাগদি বুড়ি শেষ রাতে ঘাটে গিয়ে অচেতন ভুবনেশ্বরী কে দেখতে পান।
- জ্যোতিষার্ণব পটলির কুষ্টি দেখে তাকে ১৮ বছরের আগে শ্বশুর ঘর করতে মানা করে।
- জ্যোতিষার্ণব ঠাকুর কাশি প্রত্যাগত।
- সারদার বড় ছেলে বনু বা বনবিহারী নেড়ুর প্রাণপুতুল ছিল ।বয়স ১২ বছর।
- সারদার শাশুড়ি অভয়া ও পিসশাশুড়ি শশীতারা সারদা কে বোঝাতে আসে।
- শশীতারা প্রায় ৩০ বছর পর পিত্রালয়ে আসেন।
BUY NOW
- নটু স্যাকড়ার মা নবকুমারের পেটে পচা পুকুরের শ্যাওলার প্রলেপ দেওয়ায় ।
- হরি ঘোষালের গিন্নি সপসপে ভেজা ন্যাকরায় জ্বরে পড়ে থাকা নবকুমারকে আষ্টেপুষ্টে মুড়ে তার ওপর জোর জোর পাখার বাতাস করতে থাকে।
- সত্যবতী নাপিত বউকে রাস্তা খরচ হিসেবে পায়ের মল জোড়া দিয়ে দেয়।
- সত্যবতী আড়ালে নিতাইয়ের সঙ্গে দেখা করে,
- গলার গলার দশভড়ির হাড় বিক্রি করিয়ে ভবতোষ মাস্টারকে দিয়ে কলকাতা থেকে সাহেব ডাক্তার আনিয়ে ছিল নবকুমারকে দেখতে ।
- সাহেব ডাক্তার আসে —৩০ তম পরিচ্ছেদে।
- নিতায়ের চাকরি হয় রেলি ব্রাদার্সে আর নব কুমারের সরকারি দপ্তরে।
- কলকাতার প্রথম বাড়ি ভাড়া ৮ টাকা।
- কাজের লোকের মাইনে মাসে বারো আনা ,জল পানি চার আনা।
- নীলাম্বর তুরুর নাম দেন তুরুক শোয়ার।
- ঝি পঞ্চুর মা মুক্তারামবাবু স্ট্রিটের বাসা যোগাড় করে।
- ১১ নম্বর বাসার চক্কোতি গিন্নি দত্ত গিন্নির পায়ে তেল দেয়। ভাড়া পাঁচ টাকা।
- সত্যবতী গিন্নির নাতির অন্নপ্রাশনে পাঁচ ভরি হার দেয়।
- দত্তবাড়ির বড় গিন্নির সামনে চুল আ্যলবোট ফ্যাশন।
- দত্ত বাড়ির খোদ ঝি মোক্ষদা।
- পঞ্চুর মায়ের বোন ঝি দত্ত বাড়ির মালিনী।
- নাতির মুখে ভাতে ঢপ কীর্তন দেয়।
- কীর্তন গায় মানোদা ঘটি।
- নবকুমারের অফিসের বন্ধু রাম রতন বাবু তার পরিবারকে নিয়ে নিমাই সন্ন্যাস পালা দেখতে যান।
- ভবতোষ ব্রাহ্ম ধর্ম দীক্ষা নেন ।
- নিতায়ের স্ত্রী এর নাম ভাবিনী।
- সত্যবতী সর্বমঙ্গলা বিদ্যাপীঠে পড়াতো।
- মুঙ্গেরে কষ্ট হারিণীর ঘাটে নৌকা বাঁধতে বলেন রামকালি।
- সৌদামিনীর স্বামী মুকুন্দ মুখুজ্জ্যে।
- সত্যবতীর কলকাতার দাই মাতঙ্গিনী ।
- মুকুন্দের ১১ টি ছেলে মেয়ে ।
- সত্যবতী নেড়ুকে যাওয়ার সময় দশ টাকা দিয়েছিল।
- সত্যের ইচ্ছা— সাধন উকিল হবে ও সরল ডাক্তার হবে।
- নীলাম্বরের সন্ন্যাস রোগ হয়ে পক্ষাঘাত হয়।
- ভাবিনির ছোট বোন পুঁটি। বয়স নয় পেরিয়ে দশে পা।
- পুঁটির শ্বশুর বাড়ি পঞ্চানন তলা।
- পুঁটির বরের নাম রামচরণ ঘোষ, শ্বশুরের নাম তারাচরণ ঘোষ।
- সুহাস শঙ্করীর মেয়ে ।সত্যবতীর কাছে পড়াশোনা শিখে সে বড় হয়।।
- নিতাইয়ের বউ ভাবিনি ও সদুর কথা শুনে সুহাস ভবতোষ মাস্টারের কাছে আশ্রয় নেয়।
- সত্তর অনুরোধে ভবতোষ মাস্টার ও সুহাসিনীর বিয়ে হয়।
- সুহাস সুবর্নের স্কুলে চাকরি পায়।
- পান্ডার নাম শ্রী রামেশ্বর পান্ডা ।
- নবকুমারের একান্ত কামনার নেশা হলো পয়সার বাজি ধরে তাস খেলা।
- নব কুমারের সইমার কন্যা মুক্তকেশী।
Conclusion :
আজকের আলোচনার বিষয় ছিলো আশাপূর্ণা দেবীর "প্রথম প্রতিশ্রুতি" উপন্যাসের প্রশ্ন উত্তর । UGC NET SET Syllabus এর প্রতিটি অধ্যায় অত্যন্ত গুরুত্বপূর্ণ সহকারে মন দিয়ে Study করতে হবে। যাতে কোনো রকমের প্রশ্ন উত্তর পরীক্ষায় বাদ না যায়। প্রতিটি Text খুঁটিয়ে খুঁটিয়ে পড়ে মনে রাখা দরকার।
আমার তৈরী করা নোটস গুলি সম্পূর্ণ আমি নিজে থেকে উপন্যাসটি পড়ে সংগ্রহ করেছি। তোমাদের মনে কোনো রকমের দ্বিধা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। কোনো রকম বানানের ভুল ত্রুটি থাকলে ক্ষমা করবেন।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
If you have any questions please ask