নমস্কার বন্ধুরা, আজকে আমাদের আলোচ্য বিষয় UGC NET SET Syllabus এর অন্তর্ভুক্ত বিখ্যাত ঔপন্যাসিক আশাপূর্ণা দেবীর "প্রথম প্রতিশ্রুতি" উপন্যাসটির সমগ্র প্রশ্ন উত্তর। উপন্যাসটি আয়তনে অনেকাংশে বড়। সেই কারণে দুটি অংশে প্রশ্ন উত্তর আলোচনা করা হবে। আজকে Part 1 প্রশ্ন উত্তর আলোচনা করলাম। ভুল ভ্রান্তি ত্রুটি মার্জনা করবে। কোন ভুল হলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলোনা।
আশাপূর্ণা দেবীর প্রথম প্রতিশ্রুতি উপন্যাসের প্রশ্ন উত্তর আলোচনা Part 1 - UGC NET SET syllabus Bangla
- আশাপূর্ণা দেবীর প্রথম উপন্যাস কোনটি? — "প্রেম ও প্রয়োজন " ।
- উপন্যাসের পটভূমি উনবিংশ শতাব্দীর যুগসন্ধিক্ষণ।
- বিজ্ঞ ও ব্যক্তিত্ববান বাবার প্রশ্রয়ে বড় হয় সত্যবতী।
- সত্যবতীর বুদ্ধি, যুক্তিবাদ ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের সাহসে ছোটবেলা থেকে সমৃদ্ধ।
- সমাজের রীতি অনুযায়ী মাত্র ৮ বছর বয়সেই তাকে শ্বশুরবাড়ি যেতে হয়।
- গ্রামীণ শাসনে অত্যাচারিত হয়েও সে নিজের চেষ্টায় স্বামী ও সন্তানদের নিয়ে কলকাতায় স্বাধীনভাবে বসবাস শুরু করে।
- দুই ছেলে এবং ছোট মেয়েকে লেখাপড়া শিখিয়ে মানুষের মতন মানুষ করতে চেষ্টা করে।
- কিন্তু তার স্বামী ও শাশুড়ির চক্রান্তে সুবর্ণলতার গৌরিদান হলে প্রতিবাদ স্বরুপ জীবনের মতো সংসার ত্যাগ করে কাশীবাসী হয়।
- প্রথম প্রতিশ্রুতি উপন্যাসের পরিচ্ছেদ সংখ্যা ৪৮ টি।
- রবীন্দ্র পুরস্কার পেয়েছে– ১৩৭২ বঙ্গাব্দে।
- জ্ঞানপীঠ পুরস্কারপ্রাপ্ত হয়– ১৩৮৪ বঙ্গাব্দে।
- গল্পের শুরুতে সত্যবতীর বয়স ৮ বছর।
- রামকালী চাটুজ্জেকে গ্রামের লোকেরা বলে– নাড়ি টেপা বামুন।
- সত্যবতীর বাবার নাম রামকালী চাটুজ্জে।
- রাম কালি বাড়ি থেকে পালিয়ে মুকশুদাবাদে গিয়েছিলেন।
- পান ফুরিয়ে গেছে বলে জটা তার বউকে পিঠে লাথি মারে ।
- সত্যবতী জটার উদ্দেশ্যে ছড়া বানায় –
- " জটা দাদা ,পা গোদা।
যেন ভ*** হাতি।
বউ ঠ্যাঙানো দাদার পিঠে ,
ব্যাঙে মারুক লাথি ।
জটা জটা পেট মোটা ,
ভাত মারবার ধারি ।
দেখব মজা, কেমন সাজা,
যাওনা শশুর বাড়ি।"
- চিলেকোঠার ছাদের উপর সত্যবতীর খেলাঘর।
- শংকরী পালিয়ে নগেনকে বিয়ে করে।
- সত্যবতীর কলকাতার দ্বিতীয় বাড়ি মুক্তারামবাবু স্ট্রীটে ।
- তৃতীয়বারে বাগবাজারে নবকুমারের কলকাতার প্রথম বাড়ির ভাড়া ৮ টাকা এবং দ্বিতীয় বাড়ির ভাড়া ৫ টাকা।
- নিবারণ চৌধুরীর মায়ের গঙ্গা যাত্রার বিষয় নিয়ে রামকালি বিদ্যারত্ন মহাশয়ের কাছে গিয়েছিলেন।
- ভুবনেশ্বরীর বড় ভাজ নিভানণী এবং ছোট ভাজ সুকুমারী।
- পটলির বিয়ে ঠিক হয় রাজুর সাথে।
- রাজুর পিতামহ ঈশ্বর গঙ্গাধর মুখোপাধ্যায় এবং প্রপিতামহ ঈশ্বর গুণধর মুখোপাধ্যায় ।
- লক্ষীকান্ত বারুজ্জের পৌত্রীর বিয়ের কথা হয়েছিল বলাগড়ের ঈশ্বর গঙ্গাধর মুখোপাধ্যায়ের পৌত্র রাজুর সাথে।
- রাজুর শিরঃশুলি সান্নিপাতিকের লক্ষণ দেখা যায়।
- পটলির বিবাহ রামকালী দেন রাসুর সাথে।
- রাখহরি ঘোষাল খেদিকে তৃতীয় পক্ষ করার ইচ্ছা প্রকাশ করে ও মুখুজ্জ্যের সাথে বিয়ের প্রস্তাব দেন।
- সত্যবতী সেজুতি ব্রত করে যাতে তার সতীর না হয়।
- রাসুর বউ সারদাকে ভেবে রামকালী কাশীশ্বরীর বিধবা নাতবৌ শংকরী কে আত্মহত্যা থেকে অব্যাহত থাকতে উপদেশ দেয় ।
- শংকরীকে সকলে কাটোয়ার বউ বলে।
- শংকরী কে বিয়ে করতে চায় নগেন।
- নগেনের মাসি শঙ্করীর কাকি।
- দিনতারিনীর ঘরে বাড়ির সোমত্ত মেয়ের শোবার ব্যবস্থা ।
- চন্দননগরের ছুতোর এনে রামকালীর রাসুর ঘর তৈরি করেছিলেন।
- রাসু মা সিংহবাহিনীর নামে শপথ করে যে সে সারদা ছাড়া আর কাউকে সে ছোঁবে না।
- রাসুর বৌভাতের দিন শংকরী পালিয়ে যায়।
- বটতলার বউ ঠুলি গড়ে তার মধ্যে পুঁই মিটুলির রস গুলে কালির মত করে তালপাতায় লিখতে শেখে সত্যবতী।
- সত্যবতীর ছোট মামি সুকুমারী কলকাতার লেখাপড়া জানা মেয়ে।
- সত্যবতীর দুর্গার আগমন নিয়ে স্তোত্র লিখেছিল।
- সত্যবতী শ্বশুরবাড়ি থেকে নাপিত বউ এসে আশ্বিনের তেসরা তারিখে সত্যবতীকে শ্বশুরবাড়ি পাঠানোর খবর নিয়ে আসে।
- নাপিত বউ সত্যবতীর বাপের বাড়ি থেকে একজোড়া ফরাজডাঙ্গার থান ,একখানা কেটে ধুতি, আর নগদ ৫ টাকা ও নতুন ঘটি কাষি নিয়ে যায় ।
- তার শ্বশুরবাড়ির সাথে রামকালীর কথা ছিল যে ১২ বছর হলে সত্যবতী শ্বশুরবাড়ি যাবে ।
- নবকুমার এর বয়স ছিল ১৮-১৯।
- নবকুমারের বিয়ে হয় ১৫ পার হয়ে।
- সদুর বয়স ৩২ বছর ।
- রাখাল ও গোবিন্দ আচার্যের ছেলে গোপনাকে রামকালীর কাছে পাঠায় নব'র বাবা নীলাম্বর।
- দুষ্টু গোয়ালার নাতি রঘু বিষাক্ত আখ খেয়ে মারা যায়।
Conclusion :
আজ "প্রথম প্রতিশ্রুতি" উপন্যাসে প্রশ্ন-উত্তর আলোচনার পার্ট ওয়ান তোমাদের সাথে শেয়ার করলাম। অনুগ্রহ করে তোমাদের সকল বন্ধু-বান্ধব যারা ইউজিসি নেট বা সেট পরীক্ষা (UGC NET SET)দিতে চলেছে তাদের সাথে আমার ওয়েবসাইটের লিংকটি শেয়ার করে দিও যাতে তাদেরও সাহায্য হয়।
উপন্যাসটির সমগ্র প্রশ্ন উত্তর আমি উপন্যাসটি নিজে পড়ে সংগ্রহ করেছি সুতরাং আমার চেষ্টাকে আগামী দিনে আরো সাফল্যমন্ডিত করার জন্য অনুরোধ রইল। দয়া করে কেউ কপি পেস্ট করে নিজেদের নামে অন্য কোন ওয়েবসাইটে আপলোড করার চেষ্টা করবে না। নাহলে কঠোর পদক্ষেপ নেয়া হবে। সবাই পড়াশোনায় থেকো এবং ভালো থেকো।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
If you have any questions please ask