নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো এবং পড়াশোনায় আছো। ইউজিসি নেট পরীক্ষার আর মাত্র দু মাস বাকি, তাই খুব তাড়াতাড়ি তাই যত তাড়াতাড়ি সম্ভব সমস্ত সিলেবাস ভালো করে তৈরি করে রাখতে হবে। আর প্রতিটি সিলেবাসেরই টেক্সট খুব ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে মন দিয়ে পড়তে পারলে পরীক্ষায় সমস্ত প্রশ্নের উত্তর অবশ্যই দিতে পারবে। আজ আমি তোমাদের সাথে আলোচনা করব ঈশ্বর গুপ্তের "বড়দিন" কবিতা।
ঈশ্বর গুপ্তের "বড়দিন" কবিতার বিষয়বস্তু
খ্রীষ্টের জন্মদিনের নাম হল বড়দিন। কলকাতা সুখে পরিপূর্ণ ।প্রত্যেকের বাড়িতে ভেট পাঠানো হয়। মেরির কোলে শিশু যীশুকে রাখা হয়। পুরুষের ঘায়ে প্রাণ ত্যাগ করেছিলেন যীশু ।গীর্জায় যীশুর মাহাত্ম্য এবং সাধারণ মানুষ তার গায়ে ভক্তি নিবেদন করে মদ মাংস খায় ।বড়দিনের আনন্দের নানা বর্ণনা ঈশ্বরচন্দ্র গুপ্তের এই "বড়দিন" কবিতায় কবি বর্ণনা করেছেন।বড়দিন কবিতার লাইন অনুযায়ী বিশ্লেষণ:
★কবিতায় জানানো হয়েছে যে প্রভু যীশুর কুমারীর গর্ভে জন্ম হয়েছিল এবং তিনি পৃথিবী থেকে সমস্ত পাপকে উদ্ধার করার জন্যই জন্ম নিয়েছিলেন।তাই কবি বলেছেন –
"পাপী পরিত্রাণ হেতু করুণানিধান।
জুশের ক্রুশের ঘায়ে ত্যাজিলেন প্রাণ।।
★যীশু সমস্ত মানুষের মন থেকে পাপ উদ্ধার করতে গিয়ে ক্রুশ কাঠে বিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেছিলেন।
★কবি বলেছেন মানুষ বড়দিন এর আনন্দে ডুবে গিয়ে এতটাই মত্ত হয়ে উঠেছেন যে তারা বহু বই খাতা সাজিয়ে রেখেছেন কিন্তু সেগুলো পড়ছে না।
যেমন –
"এ বী, পড়া ডবি ছেলে প্রতি ঘরে ঘরে।
সাজায়েছে গাঁদা গাদা ডেক্সের উপরে।।"
★কবি বলেছেন টাকা-পয়সার অভাবে মানুষ যেমন বড় দীন হয় অর্থাৎ দরিদ্র হয়, ঠিক তেমন আজ বড়দিন হয়েও বড় দিন নয়।
অর্থাৎ –
"ধনের অভাবে যেই বড় দীন হয়।
বড়ো দিন পেয়ে আজ বড় দীন নয়।।"
★বড়দিনের এই ব্যবস্থা দেখে কবি হিন্দুয়ানি ছেড়ে দিতে চাইছেন। কিন্তু কবি পরবর্তীকালে তা করেন নি।তাই তিনি বলেছেন –
"চারিদিকে দেখ মন অতি বেড়ে বেড়ে।
তোতে মোতে থাকি আয় হিঁদুয়ানি ছেড়ে।।
ছেড়ো না ছেড়ো না আর বিপরীত বাণী।
থাকো থাকো থাকো বাপু রাখ হীঁদুয়ানি।।"
★বিদেশি সংস্কৃতি নিয়ে কলিকাতার লোকেরা যেভাবে মাতামাতি শুরু করেছে তা দেখে কবি নিজের বঙ্গবাসীকে ব্যাঙ্গাত্মক ভঙ্গি করে ধন্যবাদ জানিয়েছেন।
★কবি এই সমস্ত ঘটনা দেখে বিরক্ত হয়ে উঠেছেন।
ঈশ্বর গুপ্তের বড়দিন কবিতার প্রশ্ন উত্তর
- ঈশ্বর গুপ্ত রচিত বড়দিন কবিতায় যীশু খ্রীষ্টের জন্মদিনটিকে খ্রিস্টানরা বড়দিন হিসেবে পালন করলেও খ্রিস্টানরা তাদের বেলেল্লাপনায করে বড়দিন উৎসবটিকে অপবিত্র করে তুলেছে।।
- বড়দিন কবিতায় লাইন সংখ্যা –১৬৬ টি ।
- বড়দিন কবিতাটি হল ঈশ্বর গুপ্তের উৎসব বিষয়ক কবিতা।
- খ্রীষ্টের জন্মদিনে বাড়িতে বাড়িতে ভেট পাঠানো হয়।
- এই দিন গির্জায় যীশুর মাহাত্ম্য এবং সাধারণ মানুষ তার পায় ভক্তি নিবেদন করে মদ মাংস খায়।
- কিন্তু এই দিনে খ্রিস্টানদের বেলেল্লাপনায় মূল উৎসবের পবিত্রতা ক্ষুন্ন হয়েছে।
- বড়দিন উপলক্ষে কলকাতা শহরে কেরানী, দেওয়ান ও সাহেবদের বাড়িতে ভেটকি মাছ, কমলালেবু ও মিছরি ইত্যাদি উপহার প্রদান করছে সবাই।
- যীশু খ্রীষ্টের জন্মদিন উপলক্ষে কলকাতা শহরে আনন্দ উৎসব ও সুখের দিন ।
- ঈশ্বরের বর পুত্র যীশু খ্রীষ্ট এর জন্ম হয়েছে।
- কবি বলেছেন মাতা মেরির গর্ভে যেমন বিলেতের ভগবান হয় তেমন আমাদের দেশের ভগবান মা যশোদার গর্ভে শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছেন।
- কবিতায় যীশুকে ঔরসের পুত্র বলা হয়েছে পুরান হিসেবে কবিতায় গীতার উল্লেখ আছে, মিলিটারি সিভিল বণিক ইত্যাদি পেশার মানুষের কথা বলা হয়েছে কবিতা।
13. বড়দিন কবিতার প্রথম লাইন–
★. "অঙ্গুলির অগ্রভাগ চুসিতে চুষিতে।।"
"খ্রিস্টের জনম দিন বড় দিন নাম
বহু সুখে পরিপূর্ণ কলিকাতা ধাম।।"
14. শেষ লাইন –
"অতএব কেহ তার ধরিবে না দোষ।
কবীরে করিয়া কৃপা হও আশুতোষ।।"
15. শব্দ গুলি ক্রমানুসারে সাজাও:
★. "পায়েস আয়েশ রাখি তুষ্ট হয় মনে ।।
★. "প্রেম সঙ্গে নানা রঙ্গে গরিমা প্রকাশ।।
- আন্দ্রুস, পিন্দ্রুস, আক্রুস, মেন্ডিস ।
- ডিকোষ্ঠা,ডিরোজা,জোনা,ডিসোজা,গমিস।
- জেসু, নেসু, কেসু, টেসু।
- নীলু, বুলু, কালু , লালু, দোলু, হিলু, হিরু।
- গনু, খনু, হনু, তনু, হারু, ছিরু।
বড়দিন কবিতার গুরুত্বপূর্ণ লাইন:
★. "ক্যাথলিক দল সব প্রেমানন্দে দোলে।।★. "পায়েস আয়েশ রাখি তুষ্ট হয় মনে ।।
★. "প্রেম সঙ্গে নানা রঙ্গে গরিমা প্রকাশ।।
★. "অঙ্গুলির অগ্রভাগ চুসিতে চুষিতে।।"
Conclusion:
হাতে আর বেশি দিন সময় নেই । মাত্র চার মাস সময় আছে। এই চার মাসে তোমরা যদি পরিশ্রম করতে পারো তাহলে তোমাদের সিলেবাস প্রায় অনেকটাই কমপ্লিট হয়ে যাবে ।তাই ভালো করে সমস্ত টেক্সট খুঁটিয়ে খুঁটিয়ে পড়ে ,পড়া গুলো তৈরি করে রাখো। যে সকল উত্তর , গুরুত্বপূর্ণ তথ্য আমি তোমাদের কাছে তুলে ধরেছি সেগুলো সবই বিভিন্ন লেখকদের বই থেকে আমি সংগ্রহ করেছি এবং নিজে থেকে প্রশ্ন উত্তর তৈরি করেছি।
সুতরাং তোমাদের মত যারা আগামীতে UGC NET SET JRF Exam দিতে চলেছ তারা অবশ্যই এই প্রশ্ন উত্তরগুলি মুখস্থ করে রাখতে পারো এবং নিজেরাও প্রশ্ন উত্তর তৈরী করতে পারো।
ভুল মানুষ মাত্রই হয় যদি আমার তৈরি এই নোটস এ কোন রকম ত্রুটি ধরা পড়ে, তাহলে অবশ্যই নির্দ্বিধায় কমেন্ট করে আমাকে জানাতে পারো ,আমি সংশোধন করার চেষ্টা করব এবং তোমাদেরও যদি কোন প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলোনা। সবাই সুস্থ থেকো ভালো থেকো এবং আগামী পরীক্ষার জন্য অনেক শুভেচ্ছা। ও শুভকামনা রইল।
Important Notice :
অনুগ্রহ করে তোমাদের কাছে এই আবেদন কেউ দয়া করে আমার ব্লগটিকে কপি করে নিজেদের নামে চালানোর চেষ্টা করবে না। না হলে কঠোর পদক্ষেপ নেয়া হবে তার বিরুদ্ধে। সমস্ত প্রশ্ন উত্তর তৈরি করতে আমার অনেক পরিশ্রম লাগে। তাই তোমরা চাইলে আমার ব্লগের লিঙ্ক তাদের সাথে শেয়ার করতে পারো। ধন্যবাদ।।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
If you have any questions please ask