নমস্কার বন্ধুরা, আগের Part এ আমি কালীপ্রসন্ন সিংহের হুতুম প্যাঁচার নকশা উপন্যাসটির Part 1 প্রশ্ন উত্তর আলোচনা করেছিলাম। আজকের আমাদের আলোচনা অংশ থাকলো Part 2। উপন্যাসটি আয়তনে অনেকখানি বড়, সেই কারণে প্রশ্ন উত্তর প্রতিটি পার্ট এ ভাগ ভাগ করে আমি দেয়ার চেষ্টা করছি যাতে তোমাদের সুবিধা হয় এবং কোন গুরুত্বপূর্ণ অংশ বাদ না যায়।
কালীপ্রসন্ন সিংহের হুতোম প্যাঁচার নকশা উপন্যাসের প্রশ্ন উত্তর - Bangla UGC NET SET Unit 4
- বাঙালির প্রথম খবরের কাগজ –সমাচার চন্দ্রিকা।
- রামেশ্বর চক্রবর্তীর নিবাস ছিল –বেতালপুর।
- রামেশ্বর চক্রবর্তীর বাড়ি যে নদীর তীরে ছিল তা হল– সুবর্ণরেখা।
- রামেশ্বর চক্রবর্তীর একমাত্র মেয়ের বিয়ে হয়েছিল– শহরের ব্রকভানু চাটুজ্জের ছেলে হরহরি চাটুজ্জের সঙ্গে।
- বিয়ের সময় হরহরি চাটুজ্জের বয়স ছিল– ১৫ বছর।
- রামনাথ সেনের ভাইয়ের নাম –শ্যামনাথ সেন।
- বারোয়ারী পূজা শেষ হলে প্রতিমাখানি রাখা হয়েছিল –৮ দিন ।
- হঠাৎ ঘর চাপা পড়ে মারা যায়–বীরকৃষ্ন দাঁ।
- সুপ্রিম কোর্টে জাল সাক্ষ্য দেওয়ার অপরাধে কানাই ধন দত্তের জেল হয়েছিল – ১৪ বছরের।।
- কানাই ধন দত্তের অপরাধের বিচার করেছিলেন– স্যার রবার্ট পিল।
- " সাধারণে কথায় বলে হনুরে চীন ও হজ্জুতে বাঙাল"— হুতুম বলে– হুজুকে কলকেতা।
- ছেলে ধরার অপরাধ দেয়া হতো –কাবুলি ও মেওয়া ওয়ালাদের ।
- বর্ধমানের রাজা ছিলেন– প্রতাপচাঁদ ।
- জাল প্রতাপচাঁদ প্রুভ করেছিলেন– দ্বারকানাথ ঠাকুর।
- জমালয়ে হতেও ভয়ানক বলা হয়েছে– পাঠশালাকে।
- পন্ডিত ও মাস্টারকে তুলনা করা হয়েছে– বাঘের সঙ্গে।
- কাশি যাবার পথে জঙ্গলের ভিতর এক মহাপুরুষ দেখেছিলেন – বারাণসী ঘোষ ।
- ঝিলিপুরের দত্তরা এক মহাপুরুষ দেখেছিল– ৩০ হাত মাটির ভেতর।
- রঞ্জিত সিংহের পুত্রের নাম –দলিপ।
- প্রসন্নকুমার ঠাকুরের নিবাস ছিল –পাথুরে ঘাটায়।
- প্রসন্ন কুমার ঠাকুরের পুত্রের নাম জ্ঞানেন্দ্রমোহন।
- " বিলেত থেকে এলো গোরা, মাথার পর কুর্তি পরা, পদভয় কাঁপে ধরা, হাইল্যান্ড নিবাসী তাঁরা।
- প্রথম বিধবা বিবাহের বর ছিল– শিরিষ।
- সাদা বিড়ালটির নাম ছিল– মঞ্জুরি।
- কালীপ্রসন্ন সিংহের হুতোম প্যাঁচার নকশার ভূমিকা উপলক্ষে একটা কথা প্রথম অধ্যায়ের শুরুতে লেখক— কোন ভাষাকে মূর্তিমান কবি দলের অনেকের উপজীব্য বলে উল্লেখ করেছেন– সেটি হল বাঙালি ভাষাকে।
- " ধর্মাবতার আজকের এই এক নতুন" উক্তিটি হল ভাড়ের ।
- কালীপ্রসন্ন সিংহের প্রথম অধ্যায় কোন নাটকের কথা আছে?— নীলদর্পণ নাটকের।
- দ্বিতীয়বারের গৌরচন্দ্রিকা অধ্যায়ের শুরুতেই লেখক এই উপন্যাসের কোন ভাগ দ্বিতীয়বার মুদ্রিত ও প্রচারিত হল বলে উল্লেখ করেছেন ?—প্রথম ভাগের ।
- লেখক এই উপন্যাস সম্পর্কে কি প্রত্যাশা করেননি?— বাঙালি সমাজে সমাদৃত হবে ও দেশের প্রায় সমস্ত লোকেই পড়বেন।
- লেখক ঘর কন্যার কথার ইংরেজি অনুবাদে কি বলেছেন ?—Household Words ।
- অনেকে "হুতুম প্যাঁচার নকশার" উত্তর হিসেবে কোন গ্রন্থের কথা উল্লেখ করেছেন?— "আপনার মুখ আপনি দেখো"।
- "হুতোম প্যাঁচার নকশা"র অনুকরণ করে বটতলার ছাপাখানার ওয়ালারা কতগুলি রকমারি চটি বই ছাপান?— দুইশত ।
- বীরকৃষ্ণ দাঁর উদ্যোগে প্রথম রাত্রে বারোয়ারি তলায় কি হয়েছিল ?—হাফ আখড়াই।
- " আপনার মুখ আপনি দেখো" পুস্তকের গ্রন্থকার লেখককে যে পত্র লিখেছিলেন সেটি শুরু হয়েছিল যা দিয়ে তা হল — " জগদীশ্বরায় নমোঃ।
- আপনার মুখ আপনি দেখো পুস্তকের গ্রন্থকার লেখক কে যে পত্র দিয়েছিলেন তার সাহায্য প্রার্থনা করে সেই পত্রে যে সাল তারিখ উল্লেখ ছিল সেটি হল – ১২৭৪ সাল, ২০ জ্যৈষ্ঠ ।
- বৈঠকখানার ঘড়িতে কটা বাজার কথা উল্লেখ আছে– পাঁচটা।
- বাবুদের চার পুরুষের মূল সন্ন্যাসী জাতিতে কী ছিলেন –কাওরা।
- কলিকাতা চড়ক পার্বণ অধ্যায়টি শুরু হয়েছে যা দিয়ে তা হল— টুনোয়ার টপ্পা ।
- বীরকৃষ্ণ বাবুর বন্ধু রাধারাম বাবুর বাড়ি ছিল– আহিরীটোলা ।
- বারোয়ারী পূজার প্রথম দিনে কোচানো ধুতি ও ডুরে শান্তিপুরে উড়ুনির এক রাত্রির ভাড়া হয়েছিল— ৮ টাকা।
- রাস্তার ধারের দু একটা বাড়িতে কোন নাচের তালিম হচ্ছে ? —খেমটা নাচের ।
- নীলের রাত্রি কোন বারে ছিল ?—শনিবার।
- কলিকাতা চড়ক পার্বণ অধ্যায়ের প্রথম অংশে লেখক চরক উৎসবের কোন বারের উল্লেখ করেছেন ?—শুক্রবার ।
- পাশের ঘরে ছোট ছোট ছেলেদের চিৎকার করে বিদ্যাসাগরের কোন বই পড়ার কথা আছে?— বর্ণপরিচয়।
- যাত্রায় অধিকারীর বয়স —76 বছর।
- হরিণ মাংসের সাথে তুলনা করা হয়েছে কোন কাগজের —বাংলা খবর কাগজের।
- শহুরে কবিরাজরা সকল রকম রোগেই ব্যবস্থা করে থাকেন —সদ্যমত্তেশ্বর ।
- কলিকাতা চড়ক পার্বণ অধ্যায়ের যে সবজির কথা বলা হয়েছে তা হলো বদ্দিবাটির আলু ও হাসনানের বেগুন।
- দোকানিরা দোকানের ঝাপ তলা খুলে কোন দেবদেবীকে স্মরণ করার কথা আছে ?— গন্ধেশ্বরী।
- গির্জার ঘড়িতে কটা বেজে যাওয়ার কথা উল্লেখ আছে?— রাত তিনটে।
- "গরম গরম ব্রেকফাস্ট এর সময় গরম গরম কাগজ পরাই আবশ্যক" কোন কাগজের কথা বলা হয়েছে?– ইংরেজি খবরের কাগজ।
- কলিকাতা চড়ক পার্বণ অধ্যায় দ্বিতীয় গির্জার ঘড়িতে ঢং ঢং করে কটা বেজেছিল?— সাতটা।
- "বাগাম্বর মিশ্র প্রভৃতি সাপ হতেও ভয়ানক ,বাঘের চেয়েও হিংস্র "— কোন দল সম্পর্কে কথা বলা হয়েছে?—ফিরিঙ্গির জঘন্য প্রতিরুপ ।
- " পরের মাথায় কাঁঠাল ভেঙে আপনার গোঁপে তেল দেওয়া এদের পলিসি" কাদের সম্পর্কে বলা হয়েছে?— ফিরিঙ্গীর জঘন্য প্রতিরূপ ।
- পাদ্রি সাহেবের ঝুরিঝুরি বাইবেল বিলানোর সঙ্গে তুলনা করা হয়েছে —পুতুল নাচের নকিব।
- "ভোলা বাম ভোলা, বড়ো রঙ্গিলা। লেংটা ত্রিপুরারী শিরে ,জটাধারী ভোলার গলায় দোলে হাড়ের মালা" –ভজনটি গেয়েছেন - হাঁড়িরা।
- সুপারিনটেনডেন্ট সময় উত্তরে গেলে কোন ল অনুযায়ী ঢাক বাজানো বন্ধ করে দিয়েছিলেন?– মার্শাল ল।
- " ড্যানাক ড্যানাক ড্যাডাং ড্যাং ,চিংড়ি মাছের দুটো ঠ্যাং।" —কিসের বোল বাজছে?— ঢাকের।
- " কলিকাতা বারোয়ারি পূজা" অধ্যায় সূচনা যে ইংরেজি লাইনটি আছে সেটির লেখক— Beggars।
- কটার সময় ছেলেরা বই হাতে করে রাস্তা দিয়ে হো হো করতে করতে স্কুলে যায়?– দশটা।
- বীরকৃষ্ণ দাঁর ম্যানেজার — কানাইধন দত্ত ।
- বীরকৃষ্ণ দাঁর ম্যানেজার কানাই ধন দত্ত ছক্কর ভাড়া করে কি কাজে বেরিয়েছেন?— বারোয়ারী পূজার বার্ষিক সাদতে।
- এবারে বারোয়ারির অধ্যক্ষ হয়েছিলেন —বীরকৃষ্ণ দাঁ।
- বারোয়ারির বার্ষিক সাদা ও অন্যান্য কাজের দায়িত্ব পেয়েছিলেন —কানাইধন দত্ত।
- কানাইধন দত্ত কত টাকা দিয়ে একজন দারোয়ানকে বাবুকে এৎলা দিতে সম্মত করেন?— চার আনা।
- দশ বারো বছর আগে বাগবাজারের ভদ্রলোক কি উপলক্ষে গুটকত ফ্রেন্ড কে নিমন্ত্রণ করে খাওয়ানোর জন্য মাছের সন্ধানে উদ্বিগ্ন হয়েছিলেন?— জন্ম তিথি উপলক্ষে।
- বাগবাজারের ভদ্রলোকটিকে জেলে যে দশ বারো শের ওজনের রুই মাছটি দিয়েছিল তার মূল্য হিসেবে জেলেটি চেয়েছিল —কুড়ি ঘা জুতো।
- এক চক্ষু কানা সোনার বেনে বাবুর কোম্পানির কাগজ ছিল —৩০ লক্ষ টাকার।
- প্যালানাথ বাবুর বাসস্থান ছিল– চক বাজারে।
- বীরকৃষ্ণ দাঁর উদ্যোগে হাফ হাফ আখড়াই এর আসর কোথায় বসেছিল ?— ধোপা পুকুর লেনের 2 নম্বর বাড়িতে।
- বাবু প্যালানাথের বন্ধু বীরকৃষ্ণ দাঁ।
Conclusion :
কালীপ্রসন্ন সিংহের হুতুম প্যাঁচার নকশা উপন্যাসটির আজকে পার্ট টু অংশ আলোচনা হল। প্রশ্নউত্তরের তথ্য এবং বানান ভুল থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং তোমাদের কাছেও যদি আরো অন্য কোন বিষয় নিয়ে প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না ।
প্রতিটি প্রশ্ন উত্তর আমি উপন্যাসটি নিজে থেকে পড়ে প্রতিটি লাইন থেকে সংগ্রহ করেছি এবং বিখ্যাত লেখকদের গ্রন্থের সাহায্য নিয়েছি কিছু কিছু ক্ষেত্রে। সুতরাং যদি কারোর কাছে আরো তথ্য থাকে তাহলে অবশ্যই শেয়ার করতে ভুলনা।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
If you have any questions please ask