নমস্কার বন্ধুরা, বাংলা UGC NET পরীক্ষার Unit 3 এর অন্তর্গত ঈশ্বর গুপ্তের কবিতা গুলি আলোচনায় আছি। আজ আমরা আলোচনা করবো ঈশ্বর গুপ্তের "তোপসে মাছ" কবিতা। কবিটার সারসংক্ষেপ, লাইন বিশ্লেষণ, গুরুত্বপূর্ন লাইন ও প্রশ্ন উত্তর আলোচনা করবো। অনুগ্রহ করে তোমাদের পরিচিত, যারা UGC NET এর জন্যে প্রস্তুতি নিচ্ছে, তাদের সাথেও Share করে দিও। তাহলে তাদের ও উপকার হবে।
ঈশ্বর গুপ্তের তোপসে মাছ কবিতার প্রশ্ন উত্তর – Bangla UGC NET কাব্য কবিতা :
তোপসে মাছ কবিতার বিষয় বস্তু:
তপসে মাছ হল তপস্বীর মত গোঁফ দাড়িওয়ালা। তার ননীর মত শরীর ও নীড়ে বাস করে। খাবার আগে গন্ধেই পেট ভরে যায় ।সাহেবরা এর নামকরণ করেছেন ম্যাংগো ফিস। তোপসে মাছ ভাজা ,ঝাল কিংবা ঝোলে খাওয়া হয়। মুখে দেওয়ার সাথে সাথেই উদার যেন পবিত্র হয়ে যায়।
তোপসে মাছ কবিতার প্রশ্ন ও উত্তর আলোচনা:
•কবিতার শুরুতেই প্রথমে –তোপসে মাছের রূপ বর্ণনা করা হয়েছে চিত্রকর এর মতোই ।
যেমন –
"কষিত–কনক কান্তি কমনীয় কায়।
গালভরা গোঁফ দাড়ি তপস্বীর প্রায়।।
মানুষের দৃশ্য নও বাস কর নীরে।
মোহন মণির প্রভা ননীর শরীরে ।।
•তোপসে মাছ কবিতায় রূপ বর্ণনা অপেক্ষা, কবির আকর্ষণ বেশি হয়েছে– রসনার বর্ণনায় ও রস আস্বাদনে।। যেমন —
"কোনমতে নাহি মেটে বাসনার ক্ষোভ।
যত পাই তত খাই তবু বাড়ে লোভ।।
ভেজে খাই ঝোলে দিই কিম্বা দি ঝালে ।
উদর পবিত্র হয় দিবা মাত্র গালে।।"
•এই কবিতার মধ্য দিয়ে কবি সাম্য ভাবনা প্রকাশ করেছেন।
•তোপসে মাছের সমুদ্রের জলে বাস হলেও নদীর জলে সে বিহার করে। একইভাবে নগরের লোকের সাথে গ্রামের লোক ও সাহেবদেরও রসনা স্ফূর্তি করে।। তাই ঈশ্বরগুপ্ত প্রার্থনা করে বলেছেন—
"তোমার চরণে করি এই নিবেদন।
করো সবে সমভাবে দয়া বিতরণ।।"
- তোপসে মাছ কবিতার প্রথম প্রকাশকাল– ৩১ শে জ্যৈষ্ঠ ১২৫৬, সংবাদ প্রভাকর পত্রিকায়।
- তোপসে মাছ কবিতার চরণ সংখ্যা– 108 টি।
- তোপসে মাছ কবিতায় 'খড়দার প্রভু' হলেন– নিত্যানন্দ।
- তোপসে মাছ কবিতায় যে পৌরাণিক ঘটনার উল্লেখ আছে সেটি হল – ক্ষীরদ মন্থন।
- প্রথম চরণ— "কষিত–কনক কান্তি কমনীয় কায়...। "
- শেষ চরণ— "হায়রে তপস্যা তোর তপস্যা কি জোর"।।
- তোপসে মাছের গুণ জানেনা বলে ঈশ্বর গুপ্ত বলেছেন– উত্তরের লোক তোপসে মাছের গুন জানেনা।
- কবিতাটিতে – "ম্যাংগো ফিস" কথাটি 2 বার আছে।
- মীন কথাটি ৩ বার আছে।
- ফিস কথাটি দুবার আছে।
- মন্তব্য: " সাহেবরা সুখে তাই ম্যাংগো ফিশ বলে"।
- যুক্তি: "এমন অমৃত ফল ফলিয়াছে জলে।"
- তোপসে মাছ কবিতাটির বিভিন্ন পাঠান্তর দেখা যায়। যেমন– কোন কোন বইতে এন্ডাওয়ালা তোপসে মাছের নাম উল্লেখ আছে।
- এই কবিতায় তোপসে মাছ কেনার কথা বলেছেন– কুড়ি টাকা দরে।
- নোনা জলে বসবাসকারী মাছ হল তোপসে মাছ।
- সাহেবরা তোপসে মাছকে ম্যাংগো ফিশ বলতো।
- ঈশ্বর গুপ্ত এর তোপসে মাছ কবিতায় ছাঁকা তেলে ভেজে খাওয়ার কথা আছে।
- রবীন্দ্রনাথের" চোখের বালি "উপন্যাসের তোপসে মাছের গুনোগান পাওয়া যায়।।
তোপসে মাছ কবিতার গুরুত্বপূর্ণ লাইন:
- "কষিত–কনক কান্তি কমনীয় কায়...।।"
- "হায়রে তপস্যা তোর তপস্যার কি জোর"...।।
- "লুন খেয়ে গুণ গেয়ে কাছে থাক তার..।।"
- "তোমার চরণে করি এই নিবেদন..।।
- "দৃশ্য মাত্র সর্বাগাত্র প্রফুল্লিত হয়। / সৌরভে আমদ করে ত্রিভূবনময়।।"
- "না করে উদরে যেই তোমায় গ্রহণ ।/ বৃথায় জীবন তার বৃথায় জীবন"।।
- "জন্ম এয়ো হও তুমি রসবতী সতী ।পোয়াতির গর্ভে থেকে হও গর্ভবতী।।"
ঈশ্বর গুপ্তের"তোপসে মাছ " কবিতার গুরুত্বপূর্ন বিষয় ও প্রশ্ন উত্তর আমি তোমাদের সাথে আলোচনা করলাম। তোমরা এই তথ্য গুলি Share করে অন্যদের ও সাহায্য করতে পারো।UGC NET Syllabus এর প্রতিটি বিষয়ের প্রশ্ন ও উত্তর আমি আমার ব্লগটি তে আলোচনা করবো ধীরে ধীরে। অবশ্যই পাশে থেকে সাপোর্ট করো।
Disclaimer:
প্রতিটি উত্তর আমি কবিতা টি পড়ে এবং বিভিন্ন লেখকের বই এর সাহায্য নিয়ে নিজে থেকে তৈরি করেছি।। অনুগ্রহ করে কেউ Copy করে নিজের নামে চালাবেন না বা অন্য কোনো ওয়েবসাইটে Share করবেন না।
যারা যারা বাংলা UGC NET এর জন্য পড়াশোনা করছে তাদের সাথে এগুলি Share করতে চাইলে আমার Blog টির লিংক তাদের সাথে Share করতে পারেন।
প্রতিটি মানুষের জীবনে সাফল্য আসুক সেই চেষ্ঠা আমার এই ব্লগ টির মাধ্যমে করতে চাইছি।
কোনো রকমের সমস্যা বা প্রশ্ন থাকলে অবশ্যই নিচে Comment করে জানাতে ভুলবেন না। অবশ্যই একটি Like And Share করে পাশে থাকবে।ধন্যবাদ।।
.png)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
If you have any questions please ask