Smart Job Update

IBPS, SSC, Railway, Bank সহ সর্বশেষ সরকারি চাকরি, যোগ্যতা, আবেদন ও গুরুত্বপূর্ণ আপডেট বাংলায়।

Breaking

💬 আমাদের Telegram গ্রুপে যুক্ত হন

🔗 Join Telegram

📘 আমাদের Facebook পেজ Follow করুন

👍 Follow on Facebook

🎥 আমাদের YouTube চ্যানেলে যুক্ত হন

👉 Subscribe Now

সোমবার, ১৭ জুলাই, ২০২৩

ঈশ্বর গুপ্তের আনারস কবিতা প্রশ্ন উত্তর UGC NET Bangla Kabya Kobita

 নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে Bangla UGC NET Syllabus Unit 3 এর কাব্য ও কবিতা অধ্যায়ের ঈশ্বর গুপ্তের আনারস কবিতা আলোচনা করব। ঈশ্বর গুপ্ত যুগসন্ধিক্ষণের কবি ।।তার কবিতায় প্রাত্যহিকতা বর্তমান। নিত্যনৈমিত্তিক ঘটনা তার কবিতায়  পরিলক্ষিত হয়েছে।

ঈশ্বর গুপ্তের আনারস কবিতা প্রশ্ন উত্তর UGC NET Bangla Kabya Kobita


আজকে আমাদের আলোচনার বিষয় ঈশ্বর গুপ্তের "আনারস" কবিতা।

ঈশ্বর গুপ্তের আনারস কবিতা প্রশ্ন উত্তর –UGC NET Bangla– Kabya Kobita 

"আনারস" কবিতার বিষয়বস্তু

বন থেকে এক টোপর মাথায় দেওয়া টিয়ে এলো যার নাম আনারস ।আনারসের সৌরভ ,গৌরব এমন যে সে  নিজেই নিজের পরিচয় দেয়। আনারসের নানা গুনোগান একমুখে বর্ণনা করা সম্ভব নয় ।কবি এখানে আনারসের গুনগান ও ব্যঙ্গ দুই করেছেন। আনারস হলো খাদ্য বিষয়ক কবিতা।

আনারস কবিতার প্রশ্ন উত্তর আলোচনা :

  • "আনারস" কবিতার প্রথমে শুরুতেই আনারসের রূপ বর্ণনা করা হয়েছে।
  •  শব্দের প্রয়োগে আনারসের রূপ চিত্র ময় হয়ে উঠেছে। যেমন –"ঈষৎ শ্যামল রূপ চক্ষু সব গায়। নীলকান্ত মনিহার চাঁদের গলায় "।।
  • এরপর আনারসের রস বিশ্লেষণ করে কবি বলেছেন– "লুন মেখে নেবুরস , রসে যুক্ত করি । চিন্ময়ী চৈতন্য রুপা, চিনি তায় ভরি"।
  •  কবিতায় অনুপ্রাস অলংকার এর ব্যবহার কবিতায় গতিবেগ সঞ্চার করেছে।
  •  অনুপ্রাস অলংকারের চরম উৎকর্ষ লক্ষ্য করা যায়– "আনা" শব্দের ব্যবহারে। যেমন —

                "লোকে বলে আনারস আনারস নয়।

                আনারস হলে কেন জানা রস হয়।।

                তারে তার জানা যায় রস ষোলো আনা।

            অরসিক লোক তবু বলে তারে আনা।।"

  •  ঈশ্বর গুপ্ত আনারস কবিতায় কাব্যরস ও মধুর রস একত্রিত করে পরিবেশন করেছেন ।
  • কিন্তু তিনি রিয়েলিস্টিক এবং স্যাটারিস্ট তাই তিনি আনারসের গুণ কীর্তন করতে করতে ব্যঙ্গ করতে ভোলেননি ।।
  • তিনি ব্যঙ্গ করেছেন ধনীদের পছন্দের বিষয় আনারস বড় ফল অথচ তার দাম কদর দুই কম ধনীদের কাছে। অথচ বেদানার কদর ধনীদের কাছে ছোট ফল দাম বেশি দানা ভরা বেশি কদর ।তাই কবি বলেছেন —

       " কোথা বা আনার রস এ আনার কাছে ।

         ক্ষুদ্র দামে খেতে পাই এতটুকু গাছে ।।

          বেদানা তাহার নাম দানা  যায় ভরা। 

           কেমনি হইবে সেই সর্ব মনোহরা।। "

  • পঞ্চানন ,সরচি ,ইন্দ্র ,পুরন্দর দেব-দেবীর নাম উল্লেখ আছে আনারস কবিতায়।
  •  যুবকের কাছে আনারস হল– যুবতীর অধরামৃত আনারস।
  •  বালকের কাছে হলো– জননীর স্তন।
  •  বৃদ্ধের কাছে আনারস হলো– হরিনাম সুধা।
  •  অনারস কবিতার প্রথম প্রকাশকাল– ২৮ শে মে আষাঢ় ১২৫৬ বঙ্গাব্দ ।
  • আনারস কবিতা চরণ সংখ্যা –116 টি ।
  • প্রথম চরণ – "বন হতে এলো এক টিয়ে মনোহর ..."
  • শেষ চরণ–  "গালে এসে বাস কর মরণের কালে"।
  • আনারস কবিতায় আনা কথাটি –12 বার আছে।
  •  রস কথাটি– পঁচিশ বার আছে।
  •  আনারস কথাটি– ৭ বার আছে।
  •  আনারস কবিতায় ফল হিসেবে– বেদানার নাম উল্লেখ আছে।
  •  পাখি হিসেবে টিয়ে পাখির কথা উল্লেখ আছে।

 কয়েকটি মন্তব্য ও যুক্তি :

মন্তব্য: "ছাল ফেলে কাটি কিন্তু চক্ষু ভাসে জলে"।

যুক্তি : "ভয় আছে লোকে পাচে চোকখেকো বলে"।। 


মন্তব্য : "পাইয়াছো সেই রূপ সহস্রলোচন "।

যুক্তি: "বাসবের অঙ্গে সদা করি আলিঙ্গন"।।

Disclaimer :

আজ আমি তোমাদের সাথে বাংলা ইউজিসি নেট সিলেবাসের অন্তর্ভুক্ত ইউনিট 3 এর কাব্য ও কবিতা অধ্যায়ের ঈশ্বর গুপ্তের আনারস কবিতা টির গুরুত্বপূর্ন বিষয় ও প্রশ্ন উত্তর আলোচনা করলাম।

প্রতিটি উত্তর আমি কবিতা টি পড়ে এবং বিভিন্ন লেখকের বই এর সাহায্য নিয়ে  নিজে থেকে তৈরি করেছি।। অনুগ্রহ করে কেউ Copy করে নিজের নামে চালাবেন না বা অন্য কোনো ওয়েবসাইটে Share করবেন না।

যারা যারা বাংলা UGC NET এর জন্য পড়াশোনা করছে তাদের সাথে এগুলি Share করতে চাইলে আমার Blog টির লিংক তাদের সাথে Share করতে পারেন।
প্রতিটি মানুষের জীবনে সাফল্য আসুক সেই চেষ্ঠা আমার এই ব্লগ টির মাধ্যমে করতে চাইছি।

কোনো রকমের সমস্যা বা প্রশ্ন থাকলে অবশ্যই নিচে Comment করে জানাতে ভুলবেন না। অবশ্যই একটি Like And Share করে পাশে থাকবে।ধন্যবাদ।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

If you have any questions please ask

Dilei