নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? বাংলা UGC NET সিলেবাসের নকশা ও উপন্যাস অধ্যায়ের মানিক বন্দ্যোপাধ্যায়ের শ্রেষ্ঠ উপন্যাস "পুতুল নাচের ইতিকথা" প্রশ্ন উত্তর আলোচনা করব। প্রশ্ন উত্তর পর্ব প্রায় শেষের দিকে অনেক দূর এগিয়ে এসেছে। আজকে আমরা আলোচনা করব নবম থেকে একদম শেষ অর্থাৎ ত্রয়োদশ পরিচ্ছদের প্রশ্ন উত্তর ।।অনুগ্রহ করে আমার পাশে থাকবে। এই প্রশ্নের উত্তর গুলি তোমাদের ইউজিসি নেট পরীক্ষায় খুব প্রয়োজনীয়।
বাংলা ইউজিসি নেট (UGC NET Bangla)– পুতুল নাচের ইতিকথা প্রশ্ন উত্তর :
নবম পরিচ্ছেদ:
- বাজিতপুরের সিনিয়র উকিল এর নাম– রামতারণ বাবু।
- গ্রামে হাসপাতাল তৈরির জন্য সবকিছু দান করেছিল– যাদব।
- যাদব দান করেছিল— ১৫,০০০ টাকার কোম্পানির কাগজ ১২-১৩ হাজার টাকা নগদ যাদবের বাড়ি ও জমি।
- উইল অনুযায়ী কমিটির সদস্য হবে– মান্যগণ্য তিনজন বয়স্ক ভদ্রলোক।
- কমিটির সদস্যর নাম –শীতল বাবু ,ওখারার সত্য হরি বাবু (আইনগজ্ঞ), সাতগাঁর হেডমাস্টার কেশব বাবু।
- সেন দিদির নাম– সরোজ ।
- গোপাল ফান্ডের জন্য ৫০০ টাকা দিতে চেয়েছিল।।
দশম পরিচ্ছেদ:
- মতিরা বিয়ের পর যে হোটেলে হানিমুনের জন্য উঠেছিল সেখানকার বামন –উড়িয়া জাতির ছিল।
- কুমুদ বাইরে গিয়েছিল– রাত তিনটের সময়।
- মতি দরজা খুলে দেখেছিল– কুড়ি বাইশ বছরের চশমা পরা একটা ছেলেকে।
- ছেলেটি শ্যামল বাবুকে খুঁজছিল ।
- বিয়ের পর কুমুদ মোতিকে উপহার দিয়েছিল– জুতো।
- "মাঠ ও আকাশ আর পড়িবে না তার চোখে। বালি মাটির নরম গেহ পথে আর সে পারিবে না হাঁটিতে" এখানে মতির কথা বলা হয়েছে।
- কুমুদের বন্ধু বনবিহারী কে মতির পছন্দ হয়েছিল।
- বনবিহারীর বৌ এর নাম –জয়া।
- কুমুদ হোটেলের ম্যানেজার কে বলেছিল মতি কে বাপের বাড়িতে রাখতে যাচ্ছে।
- জয়ার ঘরের দেয়ালে ছিল –বাঁধা অবাঁধা ওয়াটার কালার ,অয়েল পেইন্টিং।
একাদশ পরিচ্ছেদ
- কুমুদের বন্ধু হলো –জয়া ।
- "যখন যা খেয়াল জাগে তা পরিতৃপ্ত করিতে পারিলেই সে খুশি"– এখানে কুমুদের কথা বলা হয়েছে।
- "জীবনকে ওরা এই ক্ষুদ্র পরিবৃত্তে আবদ্ধ করিয়াছে "এখানে ওরা মানে –জয়া ও বনবিহারী।
- মতির মতে পথের পিরিতি– জয়া।
- কুমুদ বিক্রি করেছিল – বিয়েতে পাওয়া শশীর দেওয়া হার।
- "আমার সাজানো বাগান শুকিয়ে গেল"– উক্তিটি মাতাল যোগেশ।
- কুমুদের থিয়েটারের মাইনে ছিল –১০০ টাকা।
- জয়া ও বনবিহারীর বিয়ে হয়েছিল –দুবছর।
- দক্ষিণের দোতলা বাড়িটা ডিঙিয়ে চোখে পড়ে– পাম গাছের বাগান।
- গাওদিয়ার ময়রা নাম– বিপিন ময়রা ।
- কুমুদ গয়না গুলি মতি কে ফেরত এনে দিয়েছিল তার এক বড় বন্ধুর কাছ থেকে টাকা ধার করে।
- ঘোষ মশাই হলো —বিনোদিনী অপেরার অধিকারী।
- পরানের জন্য মতি আনতে চেয়েছিল দুধ ও মিষ্টি।
- কুসুমের নিষ্ঠুরতা কে ভালোবেসেছিল— মতি।
- " হয়তো একদিন ওদের প্রেম নীরের আশ্রয়ে খুজিবে, হয়তো ওদের শিশুর কারণে নিড় না হলে চলিবে না" এখানে ওদের বলতে বোঝানো হয়েছে –মতি ও কুমুদকে।
দাদ্বশ পরিচ্ছদ
- গ্রামের হাসপাতালটির নাম –যাদব মেমোরিয়াল হসপিটাল।
- লোকমুখে হাসপাতালটি– শশী ডাক্তারের হাসপাতাল নামে পরিচিত ছিল।
- পরান গলার ঘা দেখাতে গিয়েছিল –বাজিতপুরে।
- শশির মনে হয়েছিল –পরানের গলায় ক্যান্সার হয়েছে।
- "আকাশের মেঘ কমে, নদীর জল বাড়ে নইলে কি জগত চলে ছোট বাবু " –এই কথাটি কুসুম শশীকে বলেছে ।
- সেন দিদির দাদার নাম– কৃপানাথ (তিনি একজন কবিরাজ।)
- "সংসারে মানুষ চায় এক ,হয় আর এক,চিরকাল এমনই দেখে আসছি ডাক্তারবাবু ,পুতুল বৈত নই আমরা একজন আড়ালে বসে খেলাচ্ছেন "–কথাটি অনন্ত শশী কে বলেছে ।
- হাসপাতালে বেডের সংখ্যা –ছয়টি, রোগী দুজন।
ত্রয়োদশ পরিচ্ছদ
- "অত স্পষ্ট এত ব্যাখ্যা ও ঐতিহাস ভরা কথা" – এখানে কুসুম সম্পর্কে বলা হয়েছে।
- " মেয়ে মানুষ এরকম হয় ওরকম হয় সব রকম হয় কিন্তু মনের মতন হয় না"। উক্তিটি কুসুমের।
- বিড়ির বদলে চুরুট খাওয়া ধরেছিল —শশী।
- শশী কুন্দকে দিতে চেয়েছিল –বেনারসি শাড়ি।
- গোপাল সেন দিদির বাচ্চা কে সামলানোর জন্য কুন্দকে দিতে চেয়েছিল– সোনার হার ।
- শশীর বদলে যাকে আনানো হয়েছিল সে হলো অমূল্য ।
- কুন্দর খুর শশুরের বাড়ি –রাজা তলায়।
- " ওঠো দেখি বাপু সুখ সজ্জা ছেড়ে" – এই উক্তিটি গোপাল অমূল্যকে বলেছে।
- জীবনের গতি বিপরীতগামী –কাদের ? শশী ও গোপালের।
- উপন্যাসের শেষ লাইনটি হল– "মাটির টিলাটির উপর সূর্যাস্ত দেখিবার শখ শশির এ জীবনে আর একবারও আসবেনা"।
Disclaimer :
আজ আমি তোমাদের সাথে মানিক বন্দ্যোপাধ্যায়ের "পুতুল নাচের ইতিকথা" উপন্যাসের অষ্টম থেকে ত্রয়োদশ পরিচ্ছদ এর সব উত্তর Share করলাম। অর্থাৎ আমাদের পুতুল নাচের ইতিকথা উপন্যাসটির আলোচনা পর্ব শেষ হলো।
প্রতিটি উত্তর আমি উপন্যাস টি পড়ে নিজে থেকে তৈরি করেছি।। অনুগ্রহ করে কেউ Copy করে নিজের নামে চালাবেন না বা অন্য কোনো ওয়েবসাইটে Share করবেন না।
যারা যারা বাংলা UGC NET এর জন্য পড়াশোনা করছে তাদের সাথে এগুলি Share করতে চাইলে আমার Blog টির লিংক তাদের সাথে Share করতে পারেন।
প্রতিটি মানুষের জীবনে সাফল্য আসুক সেই চেষ্ঠা আমার এই ব্লগ টির মাধ্যমে করতে চাইছি।
কোনো রকমের সমস্যা বা প্রশ্ন থাকলে অবশ্যই নিচে Comment করে জানাতে ভুলবেন না। অবশ্যই একটি Like And Share করে পাশে থাকবে।ধন্যবাদ।।
.png)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
If you have any questions please ask