আজ আমাদের আলোচ্য বিষয় মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদবধ কাব্য। বাংলা UGC NET পরীক্ষায় সম্ভাব্য সমস্ত তথ্য আমি আমার আলোচনার মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করলাম। প্রথম পর্বে আমরা মেঘনাদবধ কাব্যের উৎস, তথ্য এবং প্রথম সর্গ থেকে দ্বিতীয় সর্গ পর্যন্ত আলোচনা করেছিলাম। আজ রইলো দ্বিতীয় পর্বের প্রশ্ন উত্তর আলোচনা।
মেঘনাদবধ কাব্য প্রশ্ন উত্তর আলোচনা Part 2 - Bangla UGC NET/ WB SET :
- তৃতীয় স্বর্গ:
- তৃতীয় স্বর্গের নাম সমাগম ।
- প্রথম চরণ : "প্রমোদ উদ্যানে কাঁদে দানব
- নন্দিনী প্রমিলা ,পতি বিরহে কাতরা যুবতী।
- শেষ চরন : "ভবের ভালে দীপি শশীকলা,
- উজলিল সুখ ধাম রজোময় তেজে "।
- 'ব্যাজ' অর্থ কাল বিলম্ব।
- মন্দুরা অর্থ অশ্বশালা।
- খরশান অর্থ শাণিত।
- চন্দ্রক অর্থ ময়ূর পুচ্ছের চক্রাকার বর্ণজ্জ্বল চিহ্ন।
- কৌন্তিককুল অর্থ বর্শাধারী সৈন্যদল।
- নারাচ অর্থ লৌহবান ।
- পিধান অর্থ কোশ।
- প্রমোদ উদ্যান থেকে ইন্দ্রজিৎ প্রিয়া,লংকা পুরীতে প্রবেশ করেছিল ।
- প্রমিলা রামচন্দ্র কে ভয় পায় না ।
- রামচন্দ্র জানান রাবণ ছাড়া রাক্ষসকূল বধূদের সাথে তার শত্রুতা নেই।
- চতুর্থ সর্গ
- চতুর্থ স্বর্গের নাম অশোকবন ।
- প্রথম চরণ: "নমি আমি ,কবি গুরু, তব
- পদাম্বুজে ,বাল্মিকী !"
- শেষ চরণ : "রোহিলা দেবী সে বিজন বনে, একটি কুসুম মাত্র অরণ্যে যেমতি।"
- ভর্তহরি অর্থাৎ ভট্টিকাব্যের রচয়িতা ।
- ভবভূতি অর্থ উত্তরচরিত প্রণেতা।
- শ্রীকন্ঠ অর্থাৎ ভবভূতির উপাধি ।
- বৈতালিক অর্থ স্তুতি গায়ক ।
- অররু অর্থ রাক্ষস।
- অভ্রভেদী গিরি অর্থ ঋষ্যমুখ পর্বত ।
- কবন্ধ অর্থ মুন্ডহীন দেহ ।(এখানে দানব অর্থে বলা হয়েছে)।
- পঞ্চ জন অর্থ নল, নীল ,হনুমান ,জাম্বুবান, সুগ্রীব ।সীতা ও সরমার কথোপকথন বর্ণিত হয়েছে চতুর্থ স্বর্গে।
- রামের বনবাস থেকে কুম্ভকর্ণ পর্যন্ত চতুর্থ স্বর্গে বর্ণনা করা হয়েছে।
- মরীচ রাক্ষসের প্রসঙ্গ আর যৌগিক ছদ্মবেশে রাবণ কর্তৃক সীতা হরণের প্রসঙ্গ আছে।
আরও দেখুন:বাংলা UGC NET - মাইকেল মধুসূদন দত্ত - মেঘনাদবধ কাব্য প্রশ্ন উত্তর
- পঞ্চম স্বর্গ
- পঞ্চম স্বর্গের নাম উদ্যোগ ।
- প্রথম চরণ: " হাসে নিশি তারাময়ী ত্রিদশ আলোয়।"
- শেষ চরণ :" বিরহ বিহুরা গোপী যায় ।
- শূন্য মনে শূন্যালয়ে,কাঁদি বামা পশিলা মন্দিরে"।
- মন্দার কাঞ্চনকান্তি অর্থ পারিজাত ফুলের স্বর্ণ বর্ণ।
- আয়েসি অর্থ ক্লেশ দিতে ।
- নমুচিসুদন অর্থ ইন্দ্র নমুচি দৈত্যকে বধ করেছিল। মায়াদেবীর নির্দেশে স্বপ্ন দেবী জননী সুমিত্রার বেশ ধারণ করে লক্ষণকে স্বপ্নাদেশ দেন ।
- পঞ্চম স্বর্গে চন্ডী মন্দিরে লক্ষণকে একাকী পৌঁছাতে অনেক বিঘ্ন বিপদ ও প্রলোভনের সম্মুখীন হতে হয়। যেমন :
- বিরুপাক্ষ মহাদেব —প্রথম বাধা।
- মায়া সিংহ —দ্বিতীয় বাধা ।
- তুমুল ঝড় —তৃতীয় বাধা।
- দাবানল —চতুর্থ বাধা।
- সউরসুন্দরী — পঞ্চম বাধা।
- দেবী লক্ষণকে নিকুম্ভিলা যজ্ঞাগারে বৈশ্বানয়ের পূজারত মেঘনাদকে আক্রমণ করতে বলে।
- ষষ্ঠ সর্গ
- ষষ্ঠ সর্গের নাম বধ।
- প্রথম চরণ : " ত্যাজি সে উদ্যান ,বলী
- সৌমিত্রী কেশরী চলীলা।"
- শেষ চরণ : "জয় সীতাপতি জয়!
- কটক চৌদিকে আতঙ্কে কনক লঙ্কা জাগিলা সে রবে।"
মাইকেল মধুসূদন দত্ত - মেঘনাদ বধ কাব্য :
- মহোরগ অর্থ মহাসর্প।
- কৃতান্তদূত অর্থ সর্পস্বরূপ যমদূত।
- দ্বিরদ রদ নির্মিত অর্থাৎ হাতির দাঁতের তৈরি।
- বিশ্বধেয়্যা অর্থ জগতের আরাধ্য।
- নক্র অর্থ কুমির ।
- বাজিপাল অর্থ অশ্বপালক ।
- শৃঙ্গনাদিগ্রাম অর্থাৎ শিঙ্গা বাদক ।
- জলদ প্রতীম স্বনে অর্থ মেঘ গর্জনের ন্যায় গম্ভীর শব্দ।
- মায়াদেবীর অনুগ্রহের বিভীষণসহ লক্ষ্মণের হীন তস্করের মতো অদৃশ্য ভাবে নইকউম্ভইলআ যজ্ঞাগারে প্রবেশ করেন ।
- ষষ্ঠ স্বর্গে মেঘনাথ বিভীষণকে ভর্ৎসনা করে ।
- লঙ্কার পঙ্কজ্বরবি অস্তাচলে যায় এই দৃশ্যে। মেঘনাদের হত্যার পর যা যা ঘটেছে তা হল—
- ক•{ স্বর্গ মর্ত্য পাতালের সকল জীব প্রমাদ গোনে ।
- খ• স্বর্ণ মুকুট রাবণের মাথা থেকে পড়ে যায় ।
- গ• রাবণ মহাদেবের স্মরণ করে।
- ঘ• প্রমিলার বাম নয়ন নাচে।
- ঙ• প্রমিলার সিন্দুর কপালে মোছে।
- চ•মন্দোদরী মূর্ছা যায়।
- ছ• মাতৃকোলে শিশুরা কাঁদে ।
- সপ্তম সর্গের নাম শক্তি নির্ভেদ ।
- প্রথম চরণ: " উদিলা আদিত্য এবে উদয় অচলে....
- শেষ চরণ : হেথা পরাভূত যুদ্ধে ,মহা অভি সুরা দলে সুরপতি গেলা সুরপুরে ।
- পদ্মযোনী অর্থ ব্রহ্মা।
- পদ্মনীয় অর্থ ব্রহ্মা
- চামর ,উদগ্র,ভাস্কর,অসইলওমআ, বিড়ালাক্ষ— এগুলি রাক্ষসদের নাম ।
- অনিকিনী অর্থ সেনা দল ।
- আলবাল অর্থ গাছের গোড়ায় জল ধরে রাখার জন্য গোলাকার বাঁধ।
- লক্ষণের পতন রাবণের শক্তি শেলাঘাতে।
- বীরভদ্র কর্তৃক রাবণকে মেঘনাদের মৃত্যু সংবাদ দান।
- রাবণের মুর্ছা।
- বীরভদ্র রাবণের মধ্যে রুদ্রতেজ সঞ্চারিত করে।
- সপ্তম স্বর্গে রাবণ ,কার্তিকেয়, ইন্দ্র ,হনুমান এবং সুগ্রীবকে পরাজিত করে।
- অষ্টমসর্গ
- অষ্টম স্বর্গের নাম প্রেতপুরী।
- প্রথম চরণ : "রাজকাজ সাধি যথা, বিরাম মন্দিরে প্রবেশি..."।
- শেষ চরণ : "চারিদিকে বীরবৃন্দ নিদ্রাহীন শোকে।"
- তমোহা অর্থ অন্ধকার নাশক ।
- 'উৎসঙ্গ প্রদেশে' অর্থ ক্রোড় দেশে।
- তড়াগ অর্থ সরোবর ।
- কলুষকুহক অর্থ পাপের প্ররোচনা।
- অষ্টম স্বর্গে লক্ষণের পুনর্জীবন লাভ হয় এবং প্রেতপুরীর বিবরণ আছে।
- মায়াদেবী রামচন্দ্র
- কে প্রেতপুরীর পথ দেখিয়ে দেয় ।
- রামচন্দ্রের সঙ্গে প্রথম সাক্ষাৎ হয়েছিল মরীচ রাক্ষসের ।
- যমরাজ দশরথকে লক্ষণকে বাঁচানোর উপায় বলে দেন।
- নবমসর্গ
- নবম স্বর্গের নাম সংস্ক্রিয়া।
- প্রথম চরণ : "প্রভাতিল বিভাবরী, জয় রাম নাদে
- না দিল বিকট ঠাট লঙ্কার চৌদিকে।"
- শেষচরণ : "...সপ্তম দিবানিশি লঙ্কা কাঁদিলা বিষাদে।"
- কৃষ্ণ হয় অর্থাৎ কালো ঘোড়া।
- হরিহর অর্থাৎ আগুন।
- হোত্রী অর্থ হোম কর্তা ।
- অম্ভোরাশি অর্থাৎ জল ।
- ত্রিপথগা গঙ্গা (স্বর্গ মতো মর্ত পাতাল তিনদিকে তার গতি )।
- নবম স্বর্গের প্রধান বিষয় মেঘনাদের অন্ত্যেষ্টিক্রিয়া ও প্রমিলার সহ মরণ।
- নবম স্বর্গের প্রধান বিষয় মেঘনাদের অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য রাবণ ৭ দিন যুদ্ধ বিরতির প্রস্তাব দেন রামচন্দ্রের কাছে।
- নবম স্বর্গের সীতাকে হত্যা করতে উদ্ধত হয় ত্রীজটা। দুগ্ধধারা বর্ষণে চিতাগ্নি, নির্বাপিত হয় ।
- সোনার ইট দিয়ে জাহ্নবীর জলে ধুয়ে রক্ষঃ শিল্পী মিলে মেঘনাদের চিতা স্থলে মঠ গড়ে তোলে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
If you have any questions please ask