আজ এই ব্লগটিতে আমি মানিক বন্দ্যোপাধ্যায়ের "পুতুল নাচের ইতিকথা" উপন্যাসটির প্রথম থেকে শুরু পর্যন্ত প্রথম থেকে শেষ পর্যন্ত সমস্ত পয়েন্টকে কভার করেছি তোমরা চাইলে এই পয়েন্ট বা উত্তরগুলো তোমাদের খাতায় নোট করে রাখতে পারো। কারণ এগুলি থেকেই সব প্রশ্ন আসবে।।
![]() |
| মানিক বন্দোপধ্যায় | পুতুল নাচের ইতিকথা প্রশ্ন উত্তর - UGC NET/SET/JRF |
বাংলা UGC NET Syllabus এ পুতুল নাচের ইতিকথা উপন্যাস টি Unit - IV এর নকশা ও উপন্যাস অধ্যায় এ আছে।
"পুতুল নাচের ইতিকথা" উপন্যাসটিতে মোট 13 টি পরিচ্ছেদ আছে। আজকে আমি তোমাদের সাথে প্রথম পরিচ্ছেদের উত্তরগুলি শেয়ার করব।
ভূমিকা:
- মানিক বন্দ্যোপাধ্যায়ের পুতুল নাচের ইতিকথা প্রথম প্রকাশকাল ভারত বর্ষ পত্রিকায় ১৩৪১ বঙ্গাব্দ পর্যন্ত ধারাবাহিকভাবে প্রকাশিত।
- গ্রন্থাকারে প্রকাশিত হয় ১৩৩৬ খ্রিস্টাব্দ থেকে ২৯ শে মে।
- পুতুল নাচে ইতিকথা উপন্যাসটির পরিচ্ছেদ সংখ্যা ১৩ টি।
- এটি একটি মনস্তত্ত্ব প্রধান সামাজিক উপন্যাস।
- এই উপন্যাস নিয়ে বাংলা চলচ্চিত্র করেছিলেন অসিত বন্দ্যোপাধ্যায়।
- সেই চলচ্চিত্রের সংগীত পরিচালক ছিলেন জ্যোতিরিন্দ্রনাথ মৈত্র।
- পুতুল নাচের ইতিকথা উপন্যাসটির ইংরেজি অনুবাদ "The Puppets Tale
প্রথম পরিচ্ছেদ :
- প্রকাণ্ড বটগাছটিতে ঠেস দিয়ে দাঁড়িয়ে ছিলেন— হারু ঘোষ ।
- হারুর মুখে ছিল বসন্তের দাগ।
- মৃত্যুর সময় তার বয়স ছিল 51 বছর।
- ঝোপের ভিতর থেকে যে ফুলের সুমিষ্ট গন্ধ আসছিল সেটি হল - কেয়া ফুল।
- এই স্থানটি সাপের রাজ্য।
- এই খালের ধারে যারা আসে তারা হলো-- চন্ডির মা , যামিনী কবিরাজের চ্যালা ,ভিনগায়ী সাপুড়ে।
- গিরগিটির বাস ছিল বুঁদি গাছের ডালে।
- "ওরা টের পায় কেমন করিয়া টের পায় কে জানে" - এখানে ওরা বলতে শিয়ালের কথা বলা হয়েছে।।
- শশির মাঝির নাম গোবর্ধন।
- হারুর মৃত্যুর কারণ কারণ তার ওপর বাজ পড়েছিল।
- ছোট বাবু বলতে শশী কে বলা হয়েছে।।
- কবে অনেক নৌকা চলাচল করে ?-এখানে রসুলপুরে হাটের দিন অনেক নৌকা চলাচল করে।
- "মৃত্যু এক এক জনকে এক এক ভাবে বিচলিত করে, এক একজনকে মরিতে দেখিলে তাহার মনে হয় না যে সকলেই একদিন মরিবে ",কার কথা বলা হয়েছে?—এখানে শশী ডাক্তারের কথা বলা হয়েছে।
- "জীবনটা তাহার কাছে অতি কাম্য, অতি উপভোগ্য বলিয়া মনে হয়" —এখানে শশীর কথা বলা হয়েছে।
- শশীর গ্রামের নাম গাওদিয়া।
- ঘাটের ওপর টিনের চালায় রাখা হয়েছে কি?— পাট রাখা হয়েছে।
- চালার সামনে লাল নীল খামে মোরা, বিড়ি ও পান বিক্রি করে চন্ডী ও চন্ডীর মা।
- শশী আগে গোবর্ধন কে যেতে বলেছিল গোয়ালা পাড়ায়।
- চণ্ডীর মা তাকে সর্বাঙ্গে খাবলা দেওয়া ও হাড় বের করা অবস্থায় দেখেছিল— পঞ্চুকে।
- মেয়ের জন্য হারু পাত্র দেখতে গিয়েছিল বাজিতপুরে।
- শশী বাঁশ আনতে বলেছিল রসিক বাবুর বাগান থেকে।
- নিতাই হারুর মৃতদেহ নিয়ে যেতে বলেছিল মশাল বিলে।
- এখানে হারু ঘোষের মেয়ে মতির জ্বরের কথা বলা হয়েছে।।
- গ্রামে ঢুকিবার আগে পুলের ধারে দাঁড়িয়ে ছিল নবীন মাঝি।
- মাছ ধরছিল নবীন মাঝি ।
- নবীন এর ছেলের বয়স ১০ বছর।
- জলে কঠোর পরিশ্রম এখানে নবীনের পরিশ্রমের কথা বলা হয়েছে।
- গ্রামে সবচেয়ে কারা গরিব এখানে ছোটলোক বাগদীরা সব থেকে বেশি গরিব।
- বাগদীরা জেলখানাকে বলে শ্বশুর ঘর।
- কোন কোন বাড়ির সামনে যেসব ফুলের গাছ দেখা যায় সেগুলি হল কামিনী গন্ধরাজ জবা ফুল গাছ।
- আগুনের সন্ন্যাসী কি সেকছিলো?—মোটা মোটা রুটি সেকছিল।।
- শ্রীনাথের মুদির দোকান ছিল।
- দোকানের পাশ দিয়ে কায়েত পারা।
- পথের মোড়ে কোন গাছ ছিল বাঁধানো বকুল গাছ ছিল এবং সেখানে সরকারী আড্ডা বসতো।
- শশী বকুলতলায় একটি পুতুল কুড়িয়ে পেয়েছিল সেটি সে কিনে দিয়েছিল শ্রীনাথের মেয়েকে পুতুলটি নিতে পারে এখানে শশী সেন দিদি অর্থাৎ যামিনী কবিরাজের বউয়ের কথাই ভেবেছে।।
- এই পরিচ্ছেদে যে যে চরিত্র প্রসঙ্গ ও পরিচয় আছে তাদের নাম হলো শশী, হারু ঘোষ , মতী,যামিনী কবিরাজ ও সেন দিদি।
Disclaimer:
প্রতিটি উত্তর আমি উপন্যাস টি পড়ে নিজে থেকে তৈরি করেছি।। অনুগ্রহ করে কেউ Copy করে নিজের নামে চালাবেন না বা অন্য কোনো ওয়েবসাইটে Share করবেন না।যারা যারা UGC NET SET JRF এর জন্য পড়াশোনা করছে তাদের সাথে এগুলি Share করতে চাইলে আমার Blog টির লিংক তাদের সাথে Share করতে পারেন।
প্রতিটি মানুষের জীবনে সাফল্য আসুক সেই চেষ্ঠা আমার এই ব্লগ টির মাধ্যমে করতে চাইছি।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
If you have any questions please ask